About Us
- Home
- About Us
About Pinaccle
জার্নিটা শুরু হয়েছিলো কয়েক বছর আগে। কয়েকজন স্টুডেন্ট নিয়ে শুরু করা pinnacle নামের একটা ছোট চারা গাছ আজ বড়ো হতে হতে কয়েক হাজার স্টুডেন্ট দের একটা মহীরুহে পরিণত হয়েছে। Pinnacle institute আজ বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের ছাত্রদের যারা বিভিন্ন সরকারি চাকুরীর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের একটা ভরসা বিশ্বাস ও ভালোবাসার জায়গা হয়ে উটেছে। WBCS,পিএসসি ,SSC, প্রাইমারি টেট, SLST PT,UPPER প্রাইমারি টেট, রেল, কেন্দ্রীয় আট বাহিনী, পুলিশ,Gnm ও BSC NURSING ব্যাংক সহ আরও বিভিন্ন ধরনের সরকারী চাকরীর প্রস্তুতি এখানে দেওয়া হচ্ছে খুব যত্ন সহকারে । প্রতিটি ছাত্রের স্বল্প মূল্যে স্বপ্ন পূরণ করতে হাত বাড়িয়ে দিয়েছে PINNACLE INSTITUTE OF BENGAL। ইতি মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 5000+ ছাত্র ছাত্রী উপকৃত ও শতাধিক ছাত্র ছাত্রী আজ এখানে প্রস্তুতি নিয়ে ও সফল হয়ে আজ সরকারী চাকুরীরত। অফলাইন ও অনলাইন দুটো ক্ষেত্রে ই সমান ভাবে ক্লাস চলছে প্রতিটি পরীক্ষার। আমাদের institute এর নিজস্ব অ্যাপ “PINNACLE INSTITUTE OF BENGAL” যা গুগল play store উপলব্ধ সেখানে অনলাইন ক্লাস গুলো নিয়মিত হয়
PINNACLE institute এর কর্ণধার শুভাশীষ চক্রবর্ত্তী মহাশয় আজ থেকে কয়েক বছর আগে কয়েক জন্য স্টুডেন্ট নিয়ে এই ইনস্টিটিউট এর পথ চলা শুরু করেন।উনি উনার দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন competitive field এ যুক্ত থাকার অভিজ্ঞতা ও পশ্চিমবঙ্গের অনেকগুলো ইনস্টিটিউট এ পড়ানোর অভিজ্ঞতা এই ইনস্টিটিউট এর প্রতি সম্পূর্ন সমর্পণ করেন। প্রচুর ছাত্র ছাত্রী অল্প সময়ের মধ্যে উনার সান্নিধ্যে সফলতা লাভ করেন। আস্তে আস্তে বাংলার বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রী ও নামী দামী অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী ও যুক্ত হতে হতে আজ pinnacle institute অফলাইন ও অনলাইন মিলিয়ে পশ্চিমবঙ্গের 18 টি জেলার প্রায় 1100+ ছাত্র ছাত্রী ও এক ঝাঁক বিষয় ভিত্তিক দারুন শিক্ষক মন্ডলী সহকারে এক বৃহৎ পরিবারে পরিণত হয়েছে। ছাত্র ছাত্রী দের স্বল্প মূল্যে স্বপ্ন পূরণ এর পথ যাতে প্রশস্ত হয় তার চেষ্টা সর্বদা PINNACLE INSTITUTE OF BENGAL করছে।
Our Founder's Message
" সরকারী চাকরী এর প্রস্তুতির জন্য বর্তমানে দরকার স্মার্ট স্টাডি। কঠিন অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন ই একমাত্র পারে সরকারী চাকুরীতে সফলতা আনতে ।। "
- Masterda